পিবিআই কর্মকর্তার বিরুদ্ধে প্রবাসীকে হয়রানির অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৮:০২:৫৭
মিরর ডেস্ক : পিবিআই কর্মকর্তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছেন বিয়ানীবাজারের এক প্রবাসী। এ ব্যাপারে বিয়ানীবাজারের বড় শালেশ্বর গ্রামের জাকির হোসেন সিলেট রেঞ্জ ডিআইজি বরাবরে পিবিআই কর্মকর্তা তরিকুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ প্রেক্ষিতে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আজিজুল ইসলাম গত ৬ ফেব্রুয়ারি বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পিবিআই’র কাছে পাঠিয়েছেন।
যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসেন লিখিত অভিযোগে উল্লেখ করেন, তার বাড়িঘর লুটপাট হওয়ার কারণে তিনি আসামীদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামীরা ঝর্ণা বেগম নামে এক নারীকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করে। এ ব্যাপারে পুলিশ চার্জশিট দিলে তিনি আদালতে নারাজি প্রদান করেন। পরবর্তীতে আদালত এ মামলার তদন্তভার পিবিআইর কাছে ন্যস্ত করে।
তিনি অভিযোগে আরো উল্লেখ করেন, পিবিআই কর্মকর্তা তরিকুল ইসলাম তদন্তভার পেয়ে ৩ লক্ষ টাকা বকশিস দাবি করেন। এমনকি মসজিদের নাম করে ১ লক্ষ টাকা আদায় করেন। জাকারিয়া নামে অপর সহকর্মীকে দিয়ে দেড় লাখ টাকা দেয়ার চাপ প্রয়োগ করেন তরিকুল ইসলাম। এক পর্যায়ে টাকা না পেয়ে আক্রোশমূলক প্রসিকিউশন দাখিল করেছেন বলেও অভিযোগ করেন জাকির হোসেন।
এ ব্যাপারে অভিযুক্ত পিবিআই কর্মকর্তা তরিকুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেন নি।