তাহিরপুর ছাত্রলীগের সভাপতি ইমনসহ গ্রেফতার ৪
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৪, ৩:৪০:২২
সুনামগঞ্জের তাহিরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি আশ্রাউল জামান ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। সে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামের ভাগ্নে ও বদিউজ্জামানের ছেলে।
রোববার মধ্যরাতে বাড়ির সামনের শনির হাওরের পাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় ইমনের সঙ্গে থাকা আরও তিনজনকে আটক করা হয়েছে। এরা হচ্ছেন-উপজেলার মঞ্জুর আখঞ্জির ছেলে ইশতিয়াক আখঞ্জি রাহি, একই এলাকার শামসুল হকের ছেলে মো. মুরাদ মিয়া ও ভাটি তাহিরপুরের লকুদ মিয়ার ছেলে মাকসুদ হোসেন।
তাহিরপুর থানার ওসি মো. দেলেয়োর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৪ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আরও বলেন, ইমন মধ্যরাতে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ছেলেদের নিয়ে সংঘবদ্ধ হয়ে নাশকতার পরিকল্পনা করছিল। এ বিষয়ে তার নামে থানায় মামলার প্রস্তুতি চলছে।