সিলেটে সড়ক দুর্ঘটনায় গোলাপগঞ্জের হাফেজ নাহিদ নিহত
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৪, ৩:৩৮:২৪
সিলেটে সড়ক দুর্ঘটনায় নাহিদ আহমদ (১৯) নামের এক কোরআনে হাফেজ নিহত হয়েছে। রোববার রাত ১০টার দিকে সিলেট নগরীর ওসমানী মেডেকেলের নবাব রোডে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা তাৎক্ষণিক গুরুতর আহত অবস্থায় নাহিদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নাহিদ আহমদ গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের খছরু মিয়ার দ্বিতীয় ছেলে ও মীরগঞ্জ এম আই দাখিল মাদ্রাসার হিফজ শাখার ছাত্র ছিল।
জানা যায়, রোববার রাত ৯টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজের পাশে নবাব রোডে মোটরসাইকেল আরোহী নাহিদ একটি অটোরিকশা সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এর নাহিদ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুটির সাথে ধাক্কায় খেয়ে রাস্তায় পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা নাহিদকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের।
তিনি জানান, আজ সোমবার বাদ আসর গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ বাজার মাদ্রাসা মাঠে তার জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।