সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৪, ১:৪৮:২৮
প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের জন্য সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা নিশ্চিত করেছে তারা। খবর বিবিসির।
অ্যাকশন নিয়ে প্রশ্নটি এসেছিল সেপ্টেম্বরে কাউন্টি খেলার সময়। এবার জানা গেল, সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনে আসলেই সমস্যা আছে।
স্বাধীনভাবে পর্যবেক্ষণের পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, তাদের কোনো প্রতিযোগিতায় বল করতে পারবেন না সাকিব।
সারের হয়ে সামারসেটের বিপক্ষে কাউন্টিতে একটি ম্যাচ খেলেছিলেন। ওই ম্যাচে সবমিলিয়ে ৯টি উইকেট নিয়েছিলেন সাকিব। ম্যাচের পরই তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। পরে ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন সাকিব। তাতে প্রমাণ পাওয়া গেছে, সাকিবের কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকেছে বোলিংয়ের সময়।
১০ ডিসেম্বর থেকেই ইসিবির সব ধরনের প্রতিযোগিতায় সাকিবের বোলিং নিষিদ্ধ। আবার বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাশ করার আগে অবধি এটি বহাল থাকবে। যদিও এই নিষেধাজ্ঞা থাকছে কেবল ইসিবির প্রতিযোগিতাতেই।
সবমিলিয়ে সময়টা খুব একটা ভালো কাটছে না সাকিবের। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে আসতে পারছে না। এর মধ্যে তার নামে একটি হত্যা মামলা হয়েছে। ওই ঘটনার পর জাতীয় দলের হয়ে আর মাঠেও নামেননি তিনি।