লন্ডনে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র এজিএম-২০২৪ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৪, ৮:৫৮:৩৫
মির্জা আবুল কাশেম, লন্ডন থেকে : লন্ডনে প্রাচীনতম সামাজিক সংগঠন জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র বার্ষিক সাধারণ সভা ২০২৪ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ( ৩ ডিসেম্বর ২০২৪) সন্ধ্যায় লন্ডনের অট্রিয়াম হলে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র চেয়ারম্যান মুহাম্মদ চন্দন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক সৈয়দ আশফাক আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের অফিস ও ওয়েলফেয়ার সেক্রেটারি আবু তাহের আজিজ। পরে সংগঠনের বার্ষিক সেক্রেটারী রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক প্রভাষক সৈয়দ আশফাক আহমদ ও ট্রেজারার রিপোর্ট পেশ করেন মুহাম্মদ আব্দুল মুমিন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার সাইফ ঊদ্দিন খালেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপলার ও লাইম হাউস থেকে নির্বাচিত এমপি আফসানা বেগম ।
কমিউনিটির বিশিষ্টজনের উপস্থিতিতে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব নরুল হক লালা মিয়া, সাবেক স্পিকার কাউন্সিলর আহবাব হোসাইন, সাবেক মেয়র হুমায়ন কবীর, কাউন্সিলর ফয়জুর রহমান, কাউন্সিলর সেকুল ইসলাম, কাউন্সিলর রেবেকা সুলতানা, সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, সৈয়দ আবুল কাসেম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বশির আহমদ, সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম বাবু , কবি মাসুক ইবনে আনিস , উপদেষ্টা আলহাজ্ব মন্তাজ আলী, আলহাজ্ব ইলিয়াস, জিল্লুর রহমান জিলু, আশিক চৌধুরি, কাউন্সিলর কবির মাহমুদ, জগন্নাথপুর এডুকেশন ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট শামীম আহমেদ, গোপালগঞ্জ এডুকেশনের সাধারণ সম্পাদক আবুল বাছির, জগন্নাথপুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি শাহ সাহিদুর রহমান, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান, মির্জা আবুল কাসেম, সুনামগঞ্জ জেলা সমিতির ট্রেজারার আব্দুস সালাম, গ্রেটার সিলেট কাউন্সিলের সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার সূফী সুহেল আহমেদ, দিরাই-শাল্লা কালচারাল অর্গানাইজেশন সভাপতি মহিউদ্দিন জগনু , মাস্টার সমুজ মিয়া, ব্যবসায়ী শাহ সুহেল আহমেদ, ময়না মিয়া, রুপ মিয়া, জয়েন্ট সেক্রেটারি আবুল হোসেন, জয়েন্ট সেক্রেটারি সুহেল আহমদ, অর্গানাইজেশন সেক্রেটারি ফয়জুর রহমান, প্রেস পাবলিসিটি সেক্রেটারি ফারুক মিয়া, ইসি মেম্বার মুস্তাকুজ্জামান খোকন, বদর শামসুদ্দিন, সহ-সভাপতি আবুল খায়ের, আলমগির হোসেন, শেখ রেজওয়ানুর রহমান, হাফিজুর রহমান লুকু, আলতাফ হোসেন প্রমুখ।