দোয়ারাবাজারে ফেসবুক পোষ্টে ধর্ম অবমাননায় গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৪, ৮:০৯:৫২
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফেসবুক পোষ্টের মাধ্যমে ধর্ম অবমাননার দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ও ধর্ম অবমাননা মামলায় আকাশ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আকাশ দাসকে উপজেলার মংলারগাঁও আদালতে নেয়া হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান আদালত জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধায় সুনামগঞ্জ সদর ও দোয়ারাবাজার থানার পুলিশ আকাশ দাসকে আদালতে হাজির করে।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পুলিশ পরিদর্শক আকবর আলী। এর আগে, ধর্মঅবমাননা করে মঙ্গলবার রাত ৮টার দিকে নিজের ফেসবুকে পোষ্ট দেয় দোয়ারাবাজার উপজেলার মংলারগাঁও গ্রামের প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাস। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরলে স্থানীয় মুসলিম জনতা ক্ষুব্ধ হয়ে পড়েন। রাত ৯টায় পুলিশ আকাশ দাসকে আটক করে দোয়ারাবাজার থানায় নিয়ে আসে।
এ সময় থানার বাইরে উত্তেজিত জনতা বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ, সেনা বাহিনী বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে।