ওরসের নামে অশ্লীলতা, বন্ধের দাবি ধর্মপ্রাণ মুসলমানের
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৪, ৯:৫১:৫৫
মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় ওরসের নামে অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধের দাবি জানিয়েছেন জেলা অশ্লীলতা দমন কমিটি।
এনিয়ে রোববার জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন তারা।
জানা যায়, প্রতি বছর ১২ ডিসেম্বর হতে ১৬ ডিসেম্বর পর্যন্ত জেলার কুলাউড়া উপজেলার বরমচাল হযরত শাহ কালা (রহ:) মাজার প্রাঙ্গণে ওরসের আসর বসে। সেখানে ওরসের নামে বেহায়াপনা, মদ, গাঁজা ও জুয়ার আসর, অশ্লীল নাচ গানসহ অনৈতিক কাজ হয়।
অভিযোগ দেওয়ার সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক সৈয়দ রুহুল আমিন, কবি সুফি চৌধুরী, মোক্তাদির হোসাইন, হোসাইন আহমদ, মশাহিদ আলী, নাহিদ চৌধুরী, বাবলু খান, জাকির হোসেন ও আশরাফুল ইসলাম প্রমুখ।
এ বিষয়ে অশ্লীলতা দমন কমিটির প্রতিষ্ঠাতা মুফতি তাফাজ্জুল আরাবি বলেন, ইসলামের নাম দিয়ে বেহায়াপনা ও অনৈতিক কাজ করতে দেওয়া হবে না। এটা কোনো অবস্থাতেই ধর্মপ্রাণ মুসলমানরা মেনে নেবে না। যেখানে অনৈতিক কাজ হবে সেখানেই আমরা প্রতিবাদ করব।