টি-টোয়েন্টিতে সর্বনিম্ন ৭ রানে অলআউট হয়ে বিশ্বরেকর্ড
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৪, ১:২৪:৪৩
আফ্রিকা অঞ্চলে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ। যেখানে একে একে দুইটি বড় বিশ্বরেকর্ড গড়েছে। একটি যেমন আনন্দের অপরটি তেমনি লজ্জার। বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয় নাইজেরিয়া ও আইভরি কোস্ট। ম্যাচে আগে ব্যাট করতে নেমে নাইজেরিয়া টি-টোয়েন্টির ইতিহাসে অষ্টম সর্বোচ্চ ২৭১ রান সংগ্রহ করে।
২৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৭ রানেই অলআউট হয়ে লজ্জার বিশ্বরেকর্ড গড়েছে আইভরি কোস্ট। এর আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বনিম্ন অলআউটের রেকর্ড ছিল ১০ রানে। দুই মাস আগে সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়ার ১০ রানে অলআউট হয়।
রোববার (২৪ নভেম্বর) আফ্রিকা মহাদেশের উপ-আঞ্চলিক বাছাইয়ে প্রতিপক্ষের বিশ্বরেকর্ড গড়ার ম্যাচে নাইজেরিয়া জয় পেয়েছে ২৬৪ রানের বড় ব্যবধানে। তাদের জয়ের ব্যবধানটিও রেকর্ড গড়েছে। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। এর আগে গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ে ২৯০ এবং মঙ্গোলিয়ার বিপক্ষে নেপাল ২৭৩ রানে জিতেছিল।
নাইজেরিয়ার লাগোসে তাফাওয়া বেলেওয়া স্কয়ার ক্রিকেট ওভালের ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২৭১ রান তোলে স্বাগতিকরা। নাইজেরিয়ার হয়ে ওপেনার সেলিম সালাউ খেলেন ৫৩ বলে ১১২ রানের ইনিংস। আরেক ওপেনার সুলাইমন রানসিউয়ি করেন ২৯ বলে ৫০ রান। আর পাঁচে নামা মিডল অর্ডার ব্যাটসম্যান আইজাক ওকপে ৬ ছক্কা ৩ চারে ২৩ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন।
পাহাড় সমান লক্ষ্য তাড়া করত নেমে দেখা গেল, আইভরিয়ানরা যেন ব্যাটই ধরতে জানেন না! ওপেনার ওত্তারা মোহাম্মদ যখন প্রথম ওভারের শেষ বলে আউট হন, স্কোরবোর্ডে ৪ রান। টানা দুই বলে দুটি ডাবলস নিয়ে পরের বলে আউট হন তিনি। মাত্র ওই ৪ রানের পরই ধসে পড়ে পুরো ব্যাটিং লাইনআপ। আর ৩ রান তুলতেই একে একে আউট হয়ে যান বাকি ৯ ব্যাটসম্যান।
এর মধ্যে ৪ রানে প্রথম ও দ্বিতীয় উইকেট, ৫ রানে তৃতীয় ও চতুর্থ উইকেট, ৬ রানে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম এবং ৭ রানে অষ্টম, নবম ও দশম উইকেটের পতন ঘটে। এমন নয় যে কেউ প্রথম বলে আউট হয়েছেন। প্রত্যেক ব্যাটসম্যানই কমপক্ষে দুটি বল খেলেছেন।
মূলত আইসিসির সহযোগী দেশগুলোর ম্যাচকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়ার পর থেকেই ক্রিকেটে এমন অদ্ভুতুড়ে রেকর্ড দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে। যা বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির এই সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবাতে পারে!