ডিসেম্বরে এডিবি-বিশ্বব্যাংক থেকে ১১০ কোটি ডলার ঋণ পাবে বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৪, ১১:৫৩:২৭
বাংলাদেশকে আগামী ডিসেম্বরের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৬০ কোটি ডলার ও বিশ্বব্যাংক ৫০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে।
অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান প্রমুখ।
অর্থ সচিব বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের মতো দাতা সংস্থাগুলো অন্তর্বর্তী প্রশাসনের বাস্তবায়িত নীতিগুলোকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে।অন্তর্বর্তী সরকারের নীতিগত পদক্ষেপগুলো ভালো ফলাফল দিয়েছে। তহবিলের ক্ষেত্রে আমাদের প্রাথমিক প্রত্যাশা ছাড়িয়ে গেছে।
খায়রুজ্জামান মজুমদার জানান, অন্তর্বর্তী সরকার আইএমএফের কাছে আরও আর্থিক সহায়তা চেয়েছে।এ বছর আইএমএফের কাছে অতিরিক্ত ১০০ কোটি ডলার চাওয়া হয়েছে। আগামী ৪ ডিসেম্বর আইএমএফের প্রতিনিধিদল সফরের সময় আলোচনা শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।