জামালগঞ্জে সড়কে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৪, ৭:১১:০৭
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অটোরিকশার ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছে। রবিবার রাত সাড়ে আটটায় উপজেলার বেহেলী বাজার থেকে সাচনা বাজার আসার পথে সাচনা- বেহেলী সড়কের রাজাপুর ব্রীজের পাশে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আহত অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন, বেহেলী ইউনিয়নের আলীপুর গ্রামের মৃত শুক্কুর মাহমুদের ছেলে আশিকনূর (৪৫) ও একই ইউনিয়নের বাগানী গ্রামের জামাল মিয়ার ছেলে সুলেমান মিয়া (৩২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজনের সাথে কথা বলে জানা যায়, কুয়েত ফেরত প্রবাসী আশিক নূর এই মাসের শেষ সপ্তাহে বিদেশ যাওয়ার টিকেট কনফার্ম হওয়ায় তার বন্ধু সুলেমান মিয়াকে নিয়ে রাত সাড়ে আটটায় সাচনা বাজারে নতুন কাপড় কেনার জন্য রওনা দেয়। অপর দিকে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের মকবুল মিয়ার ছেলে অটোরিকশা চালক ইয়ামিন (১৮) সাচনা বাজার থেকে যাত্রী নিয়ে বেহেলী বাজারের দিকে যাওয়ার পথে রাজাপুর ব্রীজের কাছে উভয়ই মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে আশিককে জামালগঞ্জ সদর হাসপাতালে এবং সুলেমানকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ.ম কামাল হোসাইন সোমবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আশিক নূরের ছোট ভাই রাশিদ আলী বাদী হয়ে অটোরিকশা চালক ইয়ামীনকে আসামি করে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করেন। অটোরিকশাটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।