ঢাকা আসছেন যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি ক্যাথেরিন ওয়েস্ট
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৪, ৮:২৩:৪৪
যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথেরিন ওয়েস্ট দুই দিনের সফরে শনিবার (১৬ নভেম্বর) ঢাকা আসছেন। বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাজ্যের অবস্থান কী হতে পারে সেটি বোঝার জন্য ঢাকা আসছেন তিনি।
ঢাকায় তিনি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বাংলাদেশের রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধি, যুব সম্প্রদায়সহ বিভিন্নজনের সঙ্গে আলোচনা করবেন।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘পশ্চিমা দেশগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ অব্যহত রয়েছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঢাকা সফর করেছেন। যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারির সফরও সেই ধারাবাহিকতার অংশ।’
বাংলাদেশের নিজস্ব ইন্দো-প্যাসিফিক আউটলুক আছে এবং এই বিষয় নিয়ে আন্ডার সেক্রেটারি ক্যাথেরিন ওয়েস্টের আলোচনার সুযোগ রয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, এ বছরে লেবার পার্টি ক্ষমতায় আসার পরে ২ জুলাই আন্ডার সেক্রেটারি ক্যাথেরিন ওয়েস্ট আন্ডার সেক্রেটারি হিসাবে দায়িত্ব নেন। এর পরপরই ১৮ এবং ২২ জুলাই বাংলাদেশের ছাত্র-জনতার বিপ্লব নিয়ে দুই বার বিবৃতি দিয়েছেন তিনি। একই ধরনের দুই বিবৃতিতে তিনি বাংলাদেশে সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ করার অধিকার, শান্তিপূর্ণভাবে একত্রিত হওয়ার এবং বিভিন্ন রাজনৈতিক মতামত প্রকাশ করার অধিকার নিয়ে যুক্তরাজ্যের গ্রহণযোগ্যতা রয়েছে বলে তুলে ধরেন।