ইরানের বিরুদ্ধে বদলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলবেন বাইডেন
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৪, ৭:০২:৫৩
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আজ বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলতে পারেন।
ইরানে হামলার কোনো পরিকল্পনা ইসরায়েলের আছে কি না, সে বিষয়ে নেতানিয়াহুর কাছে জানতে চাইতে পারেন বাইডেন। এ নিয়ে দুই নেতার মধ্যে ফোনে কথা হতে পারে।
যুক্তরাষ্ট্রের তিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
এক মার্কিন কর্মকর্তা বলেন, ইসরায়েলি সম্ভাব্য বদলার সীমাবদ্ধতাগুলোকে তুলে ধরার ক্ষেত্রে তাঁরা এই ফোনকলকে কাজে লাগাতে চান।
মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন বিষয়টি নিশ্চিত করতে চায় যে ইরানের লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা যেন অনুপাতহীন না হয়।
অ্যাক্সিওস এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি হোয়াইট হাউস।
গত ২৭ সেপ্টেম্বর লেবাননে ইসরায়েলি হামলায় ইরানপন্থী সশস্ত্র ও রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। এ ছাড়া ইরানের রেভল্যুশনারি গার্ডসের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরুশানও নিহত হন। বদলা নিতে গত সপ্তাহে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ হামলায় কেউ নিহত হয়নি। ইরানের এ হামলাকে অকার্যকর বলে অভিহিত করে ওয়াশিংটন। এ হামলার পর থেকে ইসরায়েলি বদলার আশঙ্কা করা হচ্ছে।
ক্ষেপণাস্ত্র হামলার জন্য চিরশত্রু ইরানকে চড়া মূল্য দিতে হবে বলে ইতিমধ্যে অঙ্গীকার করেছেন নেতানিয়াহু।
অন্যদিকে তেহরান বলেছে, যেকোনো বদলার জবাব ব্যাপক ধ্বংসাত্মক পদক্ষেপের মাধ্যমে দেওয়া হবে।
পাল্টাপাল্টি হুমকির পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ছড়িয়ে পড়তে পারে বলে উদ্বেগ দেখা দিয়েছে। আর এতে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র।
বাইডেন গত সপ্তাহে বলেছিলেন, ইসরায়েলের জায়গায় থাকলে তিনি ইরানের তেলক্ষেত্রগুলোয় হামলার বিকল্প ভাবতেন। তিনি মনে করেন, কীভাবে ইরানের হামলার জবাব দেওয়া হবে, সে ব্যাপারে এখনো নিশ্চিত সিদ্ধান্তে আসতে পারেনি ইসরায়েল।