যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর পৌরসভার কেশবপুরের কনু মেম্বারের গোষ্ঠীর মিলন মেলা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৪, ৭:৪৬:৫০
যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পৌরসভার কেশবপুরের শেখ আজিদ মুন্সীর বংশধরের কনু মিয়া মেম্বারের গোষ্ঠীর একে অন্যের মধ্যে ঐক্য সংহতি সৌহার্দ্য সম্প্রীতি প্রত্যক্ষ, সাহচর্যে ও গভীর সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে বার্মিংহামের স্মলহীথের এম টি ক্যাইটারিং হলে এক পারিবারিক মিলন মেলার আয়োজন করা হয় ।
পারিবারিক মিলন মেলায় উপস্থিত ছিলেন আব্দুল সালাম (কালাম ), আব্দুল হক জমির, আকমল হোসেন গনি , আখলু মিয়া, আব্দুল মোমিন, ফারুক হোসেন গনি, আজাদ মিয়া, সাজাফর মিয়া, আওলাদ হোসেন, আব্দুল কাইয়ুম, আজহার আহমদ, দুদু মিয়া, এলেমান মিয়া, ফয়জুল হক, লেচু মিয়া, সুহেল মিয়া, ইমাদ উদ্দিন, ইকবাল হোসেন, নোমান মিয়া, লুৎফুর মিয়া, আব্দুল খালেদ, জুনেদ মিয়া, জুবের মিয়া, ইউসুফ জামাল হক, ইখলাছ হোসেন, আশফাক হোসেন, ইরফান হোসেন, মাছুম কালাম, রায়হান মিয়া, সাব্বির মিয়া, আকিক মিয়া, আনিক মিয়া, নাঈম মিয়া ও তামিম মিয়া এবং মহিলা ও শিশুরা উপস্থিত ছিলেন।
মিলন মেলায় দীর্ঘদিন পর একে অন্যের সাক্ষাতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এতে উপস্থিত সবাই উৎফুল্ল ছিলেন এবং প্রতিবছর এইভাবে সবার মিলন মেলার আয়োজন করার ও দেশে-বিদেশে ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্ত হয়।-বিজ্ঞপ্তি