উচ্ছ্বাস ৭ লাখ বাংলাদেশীর
ব্রিটিশ মন্ত্রীসভায় সিলেটের রুশনারা আলী ও বঙ্গবন্ধু’র নাতনী টিউলিপ সিদ্দিক
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৪, ৮:৪৮:১৪
স্টাফ রিপোর্ট : ব্রিটিশ সরকারের মন্ত্রীসভায় দুইজন বাংলাদেশী বংশোদ্ভূত সদস্যের অন্তর্ভুক্তি প্রায় ৭ লাখ বাংলাদেশী প্রবাসীদের মাঝে আশার আলো জাগিয়েছে। সম্প্রতি, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের নগরমন্ত্রী (সিটি মিনিস্টার) হিসেবে নিযুক্ত হয়েছেন।
এছাড়া, অপর বাংলাদেশী বংশোদ্ভূত রুশনারা আলীও ব্রিটিশ সরকারের মন্ত্রীসভায় আবাসন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংসদীয় আন্ডার সেক্রেটারি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টায় জাতির জনক বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক, প্রথম বাংলাদেশী হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের মন্ত্রীসভায় সিটি মিনিস্টার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। এর প্রায় ২ ঘন্টা পর সিলেটের বিশ্বনাথে জন্ম নেওয়া আরেক ব্রিটিশ বাংলাদেশী রুশনারা আলীও মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ স্থান লাভ করেন।
যুক্তরাজ্যের সর্বশেষ আদমশুমারীর (২০২১) তথ্যমতে দেশটিতে প্রায় সাড়ে ৬ লক্ষ বাংলাদেশী বসবাস করেন। বর্তমানে সেটি ৭ লক্ষেরও বেশী, যার সিংহভাগই সিলেটী বলে সূত্রমতে জানা গিয়েছে। বাংলাদেশী বংশোদ্ভূত এই দুই মন্ত্রী ব্রিটিশ সরকারের মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ স্থান লাভ করায় বিলেতে অবস্থানরত প্রবাসীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে চলেছে।
গতকাল (মঙ্গলবার) মন্ত্রীত্ব লাভের খবর ছড়িয়ে পড়লে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা সরাসরি তাদের বাসভবনে উপস্থিত হয়ে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। এছাড়া বাঙ্গালী অধ্যুষিত রেস্টুরেন্ট ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মিষ্টি বিতরণ এবং মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। রাজনৈতিক ব্যক্তিবর্গের পাশাপাশি বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ উচ্ছ্বাস প্রকাশ করেন।
প্রবাসীরা মনে করেন, দুই বঙ্গ কন্যার মন্ত্রীসভায় অন্তর্ভুক্তি প্রবাসী সম্প্রদায়ের জন্য গর্বের প্রতীক এবং তারা ব্রিটিশ রাজনীতিতে নিজেদের একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছেন। প্রবাসী বাংলাদেশীরা তাদের কাছ থেকে আরও উন্নয়নমূলক কাজ এবং সমর্থনের প্রত্যাশা করছেন। এই নিযুক্তির ফলে ব্রিটিশ বাংলাদেশী সম্প্রদায়ের জন্য নতুন সম্ভাবনা এবং উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়েছে। ব্রেক্সিট পরবর্তী সময়ে যুক্তরাজ্যের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য এই দুই নেতার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তাদের নেতৃত্বে, প্রবাসী বাংলাদেশীরা বিশ্বাস করেন যে তারা আরও সুযোগ সুবিধা এবং ন্যায্যতার অভিজ্ঞতা লাভ করবেন, যা তাদের জীবনমান উন্নত করতে সহায়ক হবে বলে আশাবাদী বিলেতের মাটিতে বসবাসকারী সাত লক্ষ বাঙ্গালী।