জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক উন্নয়ন সভা
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৪, ৮:৪৮:১৭
জৈন্তাপুর ( সিলেট) প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সভা ও আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে পৃথক ভাবে এসব সভা অনুষ্ঠিত হয়।
মাসিক উন্নয়ন সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ এবং আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাজেদুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম), জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সালাহ উদ্দিন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আলা মাসুদ, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা প্রকৌশলী একে এম রিয়াজ মাহমুদ,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অলিউর রহমান, উপজেলা কৃৃষি অফিসার শামীমা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার আবিদ হোসেন, সমাজসেবা অফিসার একে আজাদ ভূইয়া, উপজেলা আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, শ্রীপুর বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিবুর রহমান, জৈন্তাপুর ফায়ার সার্ভিস স্টেশন (ইনচার্জ) বায়েজিদ, সারী বনবিট কর্মকর্তা আব্দুল খালিক (মনু), উপজেলা পল্লী সঞ্চয় উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক হারুন-উর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা, উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন।
সভায় সম্প্রতি সময়ে সড়ক দুঘর্টনায় ৪ জন ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনা-কে কেন্দ্র করে জৈন্তাপুর হাসপাতালে অপ্রীতিকর ঘটনায় বিষয়ে হাসপাতালে চিকিৎসা সেবা স্বাভাবিককরণ সহ বিস্তারিত আলোচনা করা হয়।
সীমান্তে চোরাচালান ব্যবসা ও মাদক নিয়ন্ত্রনে পুলিশ-বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী-কে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রাখতে এবং সীমান্তে চোরাচালান প্রতিরোধ,মাদক দ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি’র সমন্বয়ে অভিযান জোরদার করার আহবান জানানো হয়। সভায় আসন্ন পবিত্র মাহে রমজান মাসে নিত্য-পন্যের মুল্য নিয়ন্ত্রনে হাট-বাজার মনিটরিং করা, হাওর থেকে অবৈধ ভাবে মাটি কাটা ও শ্রীপুর, গুয়াবাড়ি এলাকা থেকে গর্ত করে পাথর উত্তোলন বন্ধ করার দাবী করা হয়েছে।
সভায় উপজেলা সদরের যানজট নিরসন সহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।