শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি ছাড়া কাউকে ডান্ডাবেড়ি পরানো যাবে না: হাইকোর্ট
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৪, ৮:২২:২৫
শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি ছাড়া কাউকে ডান্ডাবেড়ি পরানো যাবে না বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়। খবর বাসসের
এ সংক্রান্ত রিটের শুনানিতে আজ আদালত বলে, আমরা শুধু রুল দিতে চাই না। এক্ষেত্রে একটা নীতিমালা করে দেব, মানুষকে রক্ষা করতে হবে।
আদালতে আজ রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল সম্প্রতি ডান্ডাবেড়ি পরানোর একাধিক সংবাদ আদালতে উপস্থাপন করেন, তবে রিটকারী পক্ষের আইনজীবী আপাতত একটা আদেশ চাইলে হাইকোর্ট বাবার জানাজায় এক ছাত্রনেতার ডান্ডাবেড়ি পরানোর বৈধতা প্রশ্নে রুল জারি করে। সেই সঙ্গে ২০২২ সালে জারি করা পরিপত্র অনুযায়ী শীর্ষ সন্ত্রাসী, দুর্ধর্ষ জঙ্গিদের ক্ষেত্রে ডান্ডাবেড়ি পরানোর বিষয়টি মেনে চলতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আজ শুনানিতে ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ছিলেন আইনজীবী মো. মাকসুদ উল্লাহ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
রিটের ব্যারিস্টার কায়সার কামাল আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান।
তিনি জানান, শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি, দুর্ধর্ষ প্রকৃতির বন্দিদের আদালতে হাজিরা বা অন্যত্র আনা-নেয়ার ক্ষেত্রে ডান্ডাবেড়ি পরানো যাবে। এর বাইরে কোনো বন্দি বা আসামিকে ডান্ডাবেড়ি পরানো যাবে না। আদালত বলেছে, ডান্ডাবেড়ি নিয়ে গাইড লাইন দেয়া হবে।