কারামুক্ত জি কে গউছ
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৪, ২:৩৫:৫০

হবিগঞ্জ প্রতিনিধি : ৪টি মামলায় ১৫৪ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা তিনবারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ জি কে গউছ।
আজ সোমবার (২৯ জানুয়ারী) দুপুরে হবিগঞ্জ কারাগার থেকে তিনি মুক্ত হন। দুপুর ২টার সময় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হবিগঞ্জের হাজারো নারী-পুরুষ গউছকে ফুলের মালা দিয়ে বরণ করে। পরে বিশাল শোভাযাত্রার মধ্য দিয়ে দলের নেতাকর্মীরা জি কে গউছকে তার বাসভবনে নিয়ে যান। পথে পথে মানুষ দাঁড়িয়ে তাদের প্রিয় নেতাকে স্বাগত জানান। মানুষের ফুল ও ভালোবাসায় তিনি সিক্ত হন।




