“ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন” খেতাবে ভূষিত জামাল আহমেদ খাঁনের সম্মানে পূর্বলন্ডনে আনন্দ সভা
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৪, ১১:৪২:২৯
মির্জা আবুল কাসেম, লন্ডন : যুক্তরাজ্যে ব্রিটিশ বাঙালি কমিউনিটির প্রিয়মূখ, সমাজসেবক যুবনেতা জামাল আহমেদ খাঁন যুক্তরাজ্যের প্রাচীনতম সম্মাননা পদক “ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন” খেতাব অর্জন করায় লন্ডনে বসবাসরত কমিউনিটি নেতৃবৃন্দের উদ্দোগে ২৮ শে জানুয়ারি ২০২৪ ইং রোজ রবিবার সন্ধ্যা পূর্বলন্ডনের একটি রেস্টুরেন্টে মিস্টিমূখ ও আনন্দ সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি নেত্রী ও যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নাজমা হোসেন এর সভাপতিত্বে এবং কমিউনিটি নেতা মোঃ সুয়েজ মিয়ার প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠিত আনন্দ সভার শুরুতেই অতিথি বৃন্দকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর, কবি- গীতিকার শাহ সোহেল আমিন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাওয়ার হ্যামলেট্স কাউন্সিলের সাবেক স্পীকার খালিস উদ্দিন, সাবেক স্পীকার আহবাব হোসেন, সাবেক ডেপুটি মেয়র আসমা বেগম ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী।
আনন্দ সভায় বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস এর সাবেক কাউন্সিলর সাদ চৌধুরী, সাবেক কাউন্সিলর তারিক খাঁন, সাবেক কাউন্সিলর কাহার চৌধুরী, মহিলা আওয়ামী লীগ নেত্রী মেহের নিগার চৌধুরী, হুসনা মতিন, রাবিয়া জামান জোৎস্না, কমিউনিটি নেতা আব্দুল বাছির, বাবুল খাঁন, আনোয়ার মিয়া, মোহাম্মদ রব, মহিলা নেত্রী আমিনা আলী, হামিদা ঈদ্রীস, সাহেদা আর রহমান, সোনারা বিবি, মাহমুদা বেগম, শিউলী সরকার, সখি খানম, মিসবাহ আহমেদ, সালমা বেগম লাকি, কমিউনিটি নেতা শাকিল আহমেদ, সৈয়দ ফয়জুল ইসলাম, লিটু আহমেদ, রাজিবুল হক বাদশা, কাজী মাসুম,আনছার আহমেদ, বুলবুল আহমেদ প্রমুখ৷