শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল : প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৪, ১১:৩৮:৫৬
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ উন্নয়নের রোল মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। তাই এখন শুধু লন্ডন-আমেরিকা নয়, বিশ্বের ১৭৬টি দেশে কর্মসংস্থানের সুযোগ আছে বাঙালিদের। তবে বিদেশ যাওয়ার পূর্বে আমাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে যোগ্যতা ও দক্ষতা অর্জন করতে হবে। প্রশিক্ষণ অর্জনের জন্য দেশের প্রতিটি জেলায় সরকারি-বেসরকারিভাবে প্রতিষ্ঠান রয়েছে।
যদিও সেগুলোর ব্যাপারে আমাদের জনগণ এখনো অনেক কিছুই জানেন না।
শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের জন্ম হয়েছে মানুষের কল্যাণ করে কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়ন করার জন্য, আর বিএনপি-জামায়াতের জন্ম হয়েছে মানুষকে হত্যা করা ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে মানুষের সম্পদ পুড়াতে। নির্বাচনের পরেও বিএনপি-জামায়াত ষড়যন্ত্র বন্ধ হয়নি, তাই ‘ক্যান্টনমেন্ট থেকে জন্ম নেওয়া বিএনপি ও পাকিস্তান থেকে জন্ম নেওয়া জামায়াতকে রুখে দিয়ে উন্নয়নের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দেশের প্রতিটি এলাকা যেমন উন্নয়নের জোয়ারে ভাসছে, এখন থেকে তেমনি বিশ্বনাথ-ওসমানীনগরবাসী নিজেদের কাঙ্ক্ষিত উন্নয়নের জোয়ারে ভাসবেন।
উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজের পরিচালনায় অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, কার্যনির্বাহী সদস্য এএইচএম ফিরোজ আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি হরমুজ আলী, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি এটিএম সুয়েব শিকদার, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আমির আলী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, ছাতক উপজেলার চৈলা-আফজালবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গয়াছ আহমদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার আব্দুর রহিম ও মানপত্রপাঠ করেন মাকুন্দা সম্পাদক খালেদ মিয়া। এ সময় অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীকে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়।