সিসিকের প্যানেল মেয়র কামরান, লিপন ও শানু
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৩, ৭:৪৭:২৬
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার নগর ভবনের সম্মেলন কক্ষে এ নির্বাচন হয়। এর আগে নবনির্বাচিত পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিমা ইয়াসমিনের পরিচালনায় পঞ্চম পরিষদের এ সভা অনুষ্ঠিত হয়। কাউন্সিলররা তাদের ভোটাধিকার প্রয়োগ করলেও ভোটদানে বিরত ছিলেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
কাউন্সিলরদের ভোটে প্যানেল মেয়র-১ নির্বাচিত হয়েছেন ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান। প্যানেল মেয়র-২ নির্বাচিত হয়েছেন ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস লিপন ও প্যানেল মেয়র-৩ নির্বাচিত হয়েছেন ৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শাহানা বেগম শানু।
নির্বাচনে মোট ৫৬ জন ভোটারই ভোট দেন।
এর আগে সিসিকের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভা চলাকালে মেয়র আনোয়ারুজ্জামান অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরে এসে সভায় যোগ দেন তিনি।