বড়লেখায় অবরোধ ও হরতালের সমর্থনে যুবদলের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৩, ৮:৩০:২৮
বড়লেখায় বিএনপির কেন্দ্রীয় ঘোষিত দেশব্যাপি তিনদিনের লাগাতার অবরোধ ও সিলেট বিএনপির ডাকা হরতালের সমর্থনে উপজেলা যুবদলের নেতাকর্মীরা বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছে।
সমাবেশে বক্তব্য দেন বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, বড়লেখা উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম শরীফুল ইসলাম বাবলু, সদস্য সচিব ও সাবেক ইউপি সদস্য ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক, পৌর যুবদলের আহ্বায়ক মো. সফিকুজ্জামান সফিক প্রমুখ।