বানিয়াচংয়ে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০২৩, ১০:১২:৩২
হবিগঞ্জে বানিয়াচংয়ের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে সৌরভ দাস (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ মে) বিকেলে উপজেলার চন্ডিপুর গ্রামের আমতলী হাওরে এ ঘটনা ঘটে।
মৃত সৌরভ দাস ওই গ্রামের ধনজয় দাসের ছেলে।
স্থানীয়রা জানান, সৌরভ দাসসহ কয়েকজন যুবক জমির ধান কাটতে যান। তারা মাঠে ধান কাটা অবস্থায় বজ্রপাত শুরু হয়। এতে সৌরভ দাস অজ্ঞান হয়ে পড়েন। অন্যান্যরা তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ জানান, নিহত কৃষক পরিবারের সদস্যদের প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।