মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনায় মামলা, ক্ষতি ১০ লাখ টাকা
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২৩, ৭:২০:২৪
ঢিল ছুড়ে মেট্রোরেলের জানালার কাচ ভাঙার ঘটনায় মামলা দায়ের হয়েছে। সোমবার রাতে রাজধানীর কাফরুল থানায় মেট্রোরেল আইন-২০১৫ অনুযায়ী মামলাটি করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোরেলের সহকারী ব্যবস্থাপক (লাইন অপারেশন) মো. সামিউল কাদির বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে কাচ ভাঙ্গার ঘটনায় আনুমানিক ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ উল্লেখ করেছে।
এজাহারে অভিযোগ করা হয়েছে, ‘গত ৩০ এপ্রিল বেলা ১১টা ৪৫ মিনিটের সময় আমি স্টেশন কন্ট্রোলার মিরপুর-১০ মারফত জানতে পারি যে, আগারগাঁও থেকে উত্তরা উত্তরগামী মেট্রো ট্রেন কাজীপাড়া স্টেশনে প্রবেশের পূর্ব মুহূর্তে স্টেশনের পূর্ব কাজীপাড়ার পূর্বপাশ থেকে অজ্ঞাতপরিচয় আসামিরা মেট্রোরেলের ক্ষয়ক্ষতি ও যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ঢিল নিক্ষেপ করে। এতে মেট্রোরেলের ১টি জানালার গ্লাস ভেঙে যায়। এতে ক্ষতির পরিমাণ অনুমানিক ১০ লাখ টাকা।’
বাদী এজাহারে উল্লেখ করেন, তিনি খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কাজীপাড়া স্টেশনে উপস্থিত হন এবং বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করেন। একজন প্রত্যক্ষদর্শী ও মেট্রো ট্রেনের অপরাপর কর্মচারীদের কাছ থেকে জানতে পারেন, গত ৩০ এপ্রিল বেলা আনুমানিক ১১টা ৫ মিনিটের দিকে কাফরুল থানাধীন কাজীপাড়া স্টেশনে প্রবেশের মুখে (পূর্বপাশ) রেলওয়ে ট্র্যাকের ওপর অজ্ঞাতপরিচয় আসামি বা আসামিরা পূর্ব পাশ থেকে ঢিল ছোড়ে উত্তরা উত্তরগামী মেট্রো ট্রেন (রেক-৪) এর ৩য় কোচের জানালার একটি গ্লাস ভেঙে ফেলে। বাদী ঘটনার বিষয়টি বিস্তারিত জেনে সঙ্গে সঙ্গে ঘটনার বিষয়টি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।
এদিকে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার বিষয়ে কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত যতটুকু জানি কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে এ বিষয়ে তদন্ত ও গ্রেপ্তার অভিযান চলছে।
এ বিষয়ে ডিএমপির মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) হাসান মুহতারিম বলেন, মুভিং একটি অবজেক্টের ওপর থেকে ঢিল মারা হয়েছে। তাই জড়িতদের শনাক্ত করতে একটু সময় লাগছে। এরইমধ্যে আমরা ঘটনাস্থল ও এর আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা শুরু করেছি। বিভিন্নভাবে আমরা জড়িত ব্যক্তি বা জড়িতদের শনাক্ত করতে কাজ করছি। আশা করছি দ্রুতই এই কাজের সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার করা হবে।