যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা, সুনাকের জন্য বড় ধাক্কা
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৩, ৫:২৩:০১
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক শুক্রবার তাঁর প্রধানমন্ত্রিত্বের আমলের সবচেয়ে বড় ধাক্কাটি খেলেন। উপপ্রধানমন্ত্রী ডোমিনিক রাব সরকারি কর্মকর্তাদের তাচ্ছিল্য করার অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। খবর: সিএনএন’র।
অত্যন্ত ঘনিষ্ট মিত্রদের অন্যতম নেতা ডোমিনিক রাবের পদত্যাগের ঘোষণায় বেশ বড়সড় ধাক্কার সম্মুখীন হতে হলো প্রধানমন্ত্রী সুনাককে।
শুক্রবার টুইটারে পোস্ট করা পদত্যাগপত্রে ডোমিনিক রাব লেখেন, সরকারি কর্মকর্তাদের তুচ্ছ-তাচ্ছিল্য করার ঘটনা তদন্তে অভিযোগের সত্যতা মেলায় তিনি ডেপুটি প্রধানমন্ত্রী ও বিচার বিষয়ক মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পররাষ্ট্র বিষয়ক, বিচার বিষয়ক ও ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী থাকার সময়ে কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের আটটি আনুষ্ঠানিক অভিযোগের তদন্ত হয়েছে। স্বাধীন তদন্তকারী অ্যাডাম টলি এই কাজে নেতৃত্ব দেন।
ডোমিনিক রাব বলেন, ‘যদি আমি কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, থাকিআমি তদন্ত করতে বলেছিলাম এবং পদত্যাগ করতে চেয়েছিলাম। গুরুত্বপূর্ণ হচ্ছে, আমি আমার কথা রেখেছি।’