সিলেটে হঠাৎ শিলাবৃষ্টি
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২৩, ৩:০৩:০১
বৈশাখের খরতাপে যখন সিলেট পুড়ছিল ঠিক তখনই নেমে এলো স্বস্তির বৃষ্টি। কিন্তু একটু পর শুরু হয় শিলাবৃষ্টি।
বুধবার রাত সোয়া ১০টার দিকে সিলেট মহানগরীসহ বিভিন্ন উপজেলায় এই বৃষ্টি হয়। প্রায় বিশ মিনিটের এই বৃষ্টিতে স্বস্তি নেমে এলেও শিলাবৃষ্টির জন্য বোরো ধানের কিছুটা ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে বৃষ্টির কারণে নগরীর ঈদ বাজারে ছন্দপতন ঘটেছে। ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগে পড়তে হয়েছে। বিশেষ করে যারা ফুটপাত থেকে প্রয়োজনীয় কেনাকাটা সারছিলেন তাদের দৌড়াতে হয়েছে নিরাপদ আশ্রয়ের খোঁজে।
বৃষ্টি শুরুর পর অনেক এলাকায় বিদ্যুৎ চলে যায়। রাত সাড়ে ১১টা পর্যন্ত নগরীর অধিকাংশ এলাকায় বিদ্যুৎ ছিল না।