গৃহবধূকে নির্যাতনের ভিডিও ফেসবুকে, স্বামী আটক
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২৩, ২:২০:২৫
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় রোজিনা বেগম নামে এক গৃহবধূকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ঘটনায় রোজিনার স্বামী আব্দুস ছালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে গতকাল সোমবার রোজিনাকে নির্যাতনের ঘটনা ঘটে।
খবর পেয়ে ভুক্তভোগী রোজিনার ভাই বাবুল মিয়া পুলিশের সহায়তায় বোনকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় তিনি ৩ জনকে আসামি করে কুলাউড়া থানায় মামলা করেন। ওই মামলায় ছালামকে গ্রেপ্তার করা হয়।
পারিবারিক সূত্র জানায়, পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামের ছালামের সঙ্গে ৪ বছর আগে বিয়ে হয় রোজিনার। সোমবার ইফতার তৈরি করা নিয়ে স্বামী আব্দুস ছালাম ও শ্বশুর শফিক মিয়া তাঁর ওপর অমানবিক নির্যাতন চালান।
এ সময় তাঁকে টেনে-হিঁচড়ে রাস্তায় নিয়ে এলে কেউ একজন ঘটনার একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়; যার পরিপ্রেক্ষিতে জড়িতদের বিচার দাবিতে সরব হয়ে ওঠে এলাকাবাসী।
মামলার বাদী বাবুল মিয়া জানান, বিয়ের পর এভাবে বেশ কয়েক দফা রোজিনার ওপর নির্যাতন চালিয়েছেন তাঁর স্বামী ও পরিবারের লোকজন। এসব নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশও হয়েছে।
ওসি রতন দেবনাথ জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর রোজিনার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।