নিবন্ধন পাচ্ছে তৃণমূল বিএনপি: ইসি আলমগীর
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৩৭:১২
রাজনৈতিক দল হিসেবে ‘তৃণমূল বিএনপি’ অচিরেই নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
তিনি বলেন, উচ্চ আদালতের আদেশের আলোকে নির্বাচন কমিশন এই নিবন্ধন দিতে যাচ্ছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এর আগে নিবন্ধন পেতে একাধিকবার আবেদন করলেও যাচাই-বাছাই শেষে বাদ পড়েছিল দলটি। সবশেষ আদালতের দারস্থ হয় তৃণমূল বিএনপি।
পরে ২০২২ সালের ১৭ ডিসেম্বর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতে ইসিকে আদেশ দেন।
দলটির নাম বিএনপির সঙ্গে সাংঘর্ষিক হবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সর্বোচ্চ আদালতে থেকে সিদ্ধান্ত এসেছে। তাই ইসি বাধ্য। এর বাইরে যাওয়ার সুযোগ ইসির নেই। তাই যত দ্রুত সম্ভব দলটিকে নিবন্ধন দেয়া হবে।
তিনি বলেন, আদালত তাদের প্রতীকও নির্ধারণ করে দিয়েছেন। তাদের প্রতীক হবে ‘সোনালি আঁশ’। আদালতের নির্দেশের পর মাঠের হিসাব দেখার কোনো সুযোগ নেই।
এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন কোনো উত্তেজনা চায় না বলে মন্তব্য করে নির্বাচন কমিশনার আলমগীর বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করতে চায়। এ জন্যই সীমানা নির্ধারণে ইসি নিজে কিছু করেনি। তবে এ বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।