সিলেট রেজিষ্ট্রারী মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ শনিবার
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৫:২৪
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে, বিরোধী দলের গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি এবং বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে আগামীকাল শনিবার বেলা ২টায় সিলেট রেজিষ্ট্রারী মাঠে সিলেটে বিভাগীয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান। সমাবেশে জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
উক্ত সমাবেশে সিলেট জেলা ও মহানগর বিএনপি, সকল অঙ্গ-সগযোগী সংগঠন, জেলার সকল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন, মহানগরের সকল ওয়ার্ড বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মী সহ সিলেটবাসীকে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী অনুরোধ জানিয়েছেন।