জৈন্তাপুরে রাতের আঁধারে যুবককে কুপিয়ে হত্যা
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২২, ৩:২০:০৪
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে মোক্তার হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার সকালে উপজেলার দরবস্ত ইউনিয়নের তেলিজুরি রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মোক্তার হোসেন উপজেলার দরবস্ত ইউনিয়নের তেলিজুরি গ্রামের রহমত উল্লাহর ছেলে।
পুলিশ ও গ্রামবাসীর সূত্রে জানা যায়- মোক্তার হোসেন গৃহ শিক্ষক ছিলেন। প্রতিদিনের মত শনিবার সন্ধায় বাড়ি বের হয়ে আসেননি। তার পরিবারের অনেক খোঁজাখুঁজির পর লাশের সন্ধান পান।
জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে আমি দ্রুত ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি এবং অধিকর তদন্তের জন্য নিহতের লাশ সিলেট ওসমানি হাসপালের মর্গে পাটানো হয়।
এদিকে ঘটনাস্থল পরির্দশন করেছেন জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ জয়নাল আবেদীন, ৪নং দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহারসহ নেতৃবৃন্দ।