সাদা-আকাশি কাপড়ে তোরণ, মেসি-ডি মারিয়াদের ছবিতে সেজেছে রাস্তা
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২২, ৭:৪২:৫৫
হবিগঞ্জ প্রতিনিধি : বিশ্বকাপ এলেই বিভিন্ন দলের সমর্থকরা বিশালাকার পতাকা বানানো, বাড়ি সাজানো- এমন নানা কাণ্ড ঘটিয়ে সাড়া ফেলে দেন। এবার ব্যতিক্রমী আয়োজন করেছেন হবিগঞ্জের আর্জেন্টিনা সমর্থকরা। শহরতলীর জালালাবাদ গ্রামে আর্জেন্টিনার পতাকার মতো করে সাদা-আকাশি কাপড়ে তোরণ নির্মাণ, প্রিয় দলের খেলোয়াড়দের ছবি এবং ফ্যানক্লাবের সদস্যদের ছবি দিয়ে সাজানো হয়েছে গ্রামের রাস্তা।
ব্যতিক্রমী এ আয়োজনে গ্রামবাসীও খুশি। অন্যান্য দলের সমর্থকরাও এতে উৎসাহ জুগিয়েছেন। তাদের মন্তব্য, সমর্থন যে দলের হোক সবাই আনন্দ ভাগাভাগি করে নেবে।
জালালাবাদ গ্রামের মুর্শেদ আলম সাজন বলেন, আর্জেন্টিনা সমর্থকরা আমাদের গ্রামের রাস্তাকে দৃষ্টিনন্দনভাবে সাজিয়েছেন। জেলার বিভিন্ন স্থান থেকে আর্জেন্টিনা ভক্তরা এসে ছবি তুলছে। রাস্তাটি অপরূপ লাগছে।
আয়োজকদের একজন সাজিদ মোল্লা বলেন, ‘আমি একজন প্রবাসী। প্রবাস থেকে এসে বন্ধু-সহপাঠী ফ্যানদের নিয়ে আমাদের গ্রামের রাস্তাটি আর্জেন্টিনার পতাকা ও খেলোয়াড়দের ছবি দিয়ে সাজিয়েছি। এটি শুধু আর্জেন্টিনার প্রতি আমাদের সমর্থন। অন্য দলের সমর্থকরাও আমাদের সাপোর্ট করে যাচ্ছে। খেলা যাই হোক আমাদের মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না।’
গ্রামের খোকন বলেন, ‘আমরা আর্জেন্টিনা সমর্থক হলেও খেলা একসঙ্গে উপভোগ করি। খেলায় আমাদের মধ্যে উত্তেজনা থাকে কিন্তু প্রতিহিংসা থাকে না।’