হবিগঞ্জে বিদ্যুৎস্পর্শে দুই বোনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২২, ১২:১১:৩৪
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পর্শে দুই বোনের মৃত্যু হয়েছে।
তারা হলো- উপজেলার সুলতানশী গ্রামের আব্দুল লতিফের মেয়ে শিমলা আক্তার (৯) ও পাশের আব্দবখাই গ্রামের সিদ্দিক আলীর মেয়ে রোজিনা আক্তার (৭)। তারা সম্পর্কে খালাতো বোন। এর মধ্যে শিমলা স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি ও রোজিনা দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সুলতানশী গ্রামে এই ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বাড়ির উঠানে খেলাধুলা করছিল দুই বোন। এক পর্যায়ে তারা ঘরের টিনের চালে ওঠে। এ সময় তারা বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়ে। তাৎক্ষণিক উদ্ধার করে তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টির সত্যতা স্বীকার করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।