মাধবপুরে দুই ট্রাকের সংঘর্ষে চালক-হেলপার নিহত
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১১:৩২:২৫
হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে মাধবপুরে অবস্থিত বাদশাহ কোম্পানির সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাকের চালক রুবেল মিয়া (৩৫) ও হেলপার আহাদ মিয়া (২৭)। তারা যশোর জেলার বাসিন্দা।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, সকালে সিলেট থেকে ঢাকাগামী বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থোক আসা মুরগিবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বালুবাহী ট্রাকের চালক রুবেল ও হেলপার আহাদ ঘটনাস্থলেই মারা যান।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ জানান, মরদেহগুলো উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করেছে।