দীপিকা-রণবীরের গৃহপ্রবেশ, বাড়ির মূল্য ১২০ কোটি!
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২২, ১১:০৭:৫৫
দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং বলিউডের অন্যতম পাওয়ার কাপল। নিজেদের কেরিয়ারে দুজনেই অত্যন্ত সফল। ব্যান্ডস্ট্যান্ডের ওপর একটি বাড়িকে নতুন করে তৈরি করা হচ্ছে শুনেই নাকি তা কেনার সিদ্ধান্ত নেন রণবীর সিং। শাহরুখ খানের বাড়ির পাশেই বাড়ি কিনলেন দীপবীর। শাহরুখও একদিন ঝোঁকের বশেই মুম্বইয়ের ব্যান্ডস্ট্যান্ডে অবস্থিত মান্নাত কিনেছিলেন। শাহরুখের ২০০ কোটির বাড়ির আগের নাম ছিল ভিলা ভিয়েনা।
দীপিকাকে শেষ দেখা গিয়েছিল শকুন বত্রা পরিচালিত ‘গেহরাইয়াঁ’-য়। সম্প্রতি অভিনেত্রীর হাতে রয়েছে একাধিক ছবি। ২০২৩ এ মুক্তি পাবে দীপিকার পাঠান ছবিটি। হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে শাহরুখ, দীপিকার এই ছবি। অন্যদিকে রণবীর সিংকে দেখা যাবে রোহিত শেট্টির ‘সার্কাস’-এ। আলিয়া ভাটের সঙ্গে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিটি মুক্তি পাবে খুব শিগগিরই।
দীপিকার গৃহপ্রবেশ দুজনেকেই দেখা গিয়েছে ধবধবে সাদা পোশাকে। গৃহপ্রবেশের সময় যজ্ঞ করান দীপবীর। এমনকি পূজার সময় পূর্বপুরুষের ছবিও রাখা ছিল।
কত কোটির বাড়ি ১১৮.৯৪ কোটি টাকা খরচ হয়েছে তাদের এই বাড়িটি কিনতে। ব্যান্ডস্ট্যান্ডের বিজে রোডের ওপর নির্মীয়মান একটি হাউজিং সোসাইটির ১৬ থেকে ১৯ তলা পর্যন্ত কিনে নিয়েছেন রণবীর এবং তার বাবা। ওই ভবনের নাম সাগর রেশম কো-অপারেটিভ হাউজিং সোসাইটি। বাড়িটির কার্পেট এরিয়া ১১ হাজার ২৬৬ বর্গফুট। সূত্র : টাইমস অব ইন্ডিয়া