ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনিক তদন্ত শুরু
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২২, ১০:৪০:০৩
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : আখাউড়া-সিলেট রেলপথের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমানবন্দর সংলগ্ন ছক কবিরাজি এলাকায় শনিবার সিলেটগামী আন্তঃনগর ট্রেনে আগুন লাগে।
এ ঘটনায় মৌলভীবাজারের অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) আব্দুল হকের নেতৃত্বে ৭ সদস্যের তদন্ত দল বুধবার সকাল ১০টায় তদন্ত শুরু করেন।
এ তদন্ত দলের অন্যরা হলেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেল) শহিদুল হক মুন্সী, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দীন, জেলা ফায়ার সার্ভিসের ডিআইও হারুন পাশা, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান, পতনউষার ইউনিয়নের চেয়ারম্যান অলি খান, শমশেরনগর রেলওয়ে স্টেশনমাস্টার জামাল উদ্দীন।
সকাল ১০টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দীনের অফিস কক্ষে ঘটনার দিনের প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি গ্রহণ করেন। এরপর তদন্ত দল সরেজমিন ঘটনাস্থল ছক কবিরাজি গ্রাম এলাকা পরিদর্শন করেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দীন জেলা প্রশাসকের গঠিত তদন্ত দলের তদন্ত শুরুর সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হবে।