বানিয়াচংয়ের দক্ষিণ-পশ্চিম ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জয়
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২২, ১০:৩৫:৪৩
হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় চার নম্বর দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মো. রেখাছ মিয়া।
বুধবার (১৫ জুন) রাতে বানিয়াচং উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আরমান ভূইয়া বেরসকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
ফলাফল অনুযায়ী আনোয়ার হোসেন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৪১৬ ভোট এবং মো. রেখাছ মিয়া নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন চার হাজার ৭৭০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। এছাড়া অপর দুই স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মোয়াজ্জেম হোসেন আনারস প্রতীকে দুই হাজার ২৯৩ ভোট এবং মোহাম্মদ ইত্তেহাদ হোসাইন মুবিন ঘোড়া প্রতীকে ৫৫২ ভোট পেয়েছেন।
দক্ষিণ-পশ্চিম ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৪৮৭ জনের মধ্যে ভোট দিয়েছেন মোট ভোটের ৬৫.৫ শতাংশ। এর মধ্যে ৪২টি ভোট বাতিল ঘোষণা করা হয়।
এদিকে, নির্বাচনে প্রদত্ত ভোটের এক অষ্টমাংশের চেয়ে কম ভোট পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী ইত্তেহাদ হোসাইন মুবিনের জামানত বাজেয়াপ্ত হবে বলেও বাংলানিউজকে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম।