কুলাউড়ায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক আটক
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২২, ১০:২৮:৩৩
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় মুড়ইছড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে রুহিদাস সরকার (১৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার বিকেলে বিজিবির সদস্যরা টহলকালে তাকে আটক করে। আটক রুহিদাস ভারতের কৈলাশহর থানার দুলাল সরকারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার জানান, ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশকালে মুড়ইছড়া সীমান্ত এলাকা থেকে রুহিদাসকে আটক করা হয়। তার কাছ থেকে ভারতীয় আইডি কার্ড, ভারতীয় রুপি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুহিদাস জানায়, বাংলাদেশে বসবাসরত তার এক অসুস্থ নিকটাত্মীয়কে দেখতে মুড়ইছড়া সীমান্ত দিয়ে সে অবৈধ অনুপ্রবেশ করে।
আটককৃত ভারতীয় নাগরিককে রাতে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।