আর্সেনাল ছাড়ছেন লাকাজেত্তে
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২২, ৬:৫২:২৯
আর্সেনাল ছাড়ছেন ফরাসি স্ট্রাইকার আলেজান্দ্রে লাকাজেত্তে। ৩০ জুন গানারদের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে তার।
২০১৭ সালের জুলাইয়ে লিঁও ছেড়ে এমিরেটসে আসেন লাকাজেত্তে। এবার ফ্রি ট্রান্সফারে পুরোনো ঠিকানায় ফিরছেন তিনি।
আর্সেনালের জার্সিতে ২০৬ ম্যাচে ৭১ গোল করেছেন ৩১ বছর বয়সী তারকা। ২০২০ সালে জিতেছেন এফএ কাপ।
লাকাজেত্তেকে বেশ পছন্দ করেন মাইকেল আর্তেতা। এমিরেটসের কোচ বলেন, ‘লাকা আমাদের জন্য চমৎকার খেলোয়াড়। মাঠ ও মাঠের বাইরে সে আমাদের সত্যিকারের নেতা ছিল। তরুণ খেলোয়াড়দের ওপর তার খুব প্রভাব রয়েছে।’