হিরো আলমের দীর্ঘদিনের স্বপ্ন সত্যি হলো, কিনলেন গাড়ি
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২২, ৮:০৭:১০
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভাইরাল হওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার নিজের ব্যবহারের জন্য একটি গাড়ি কিনে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করলেন। সম্প্রতি ফিল্ডার ২০১৮ মডেলের নতুন একটি গাড়ি কিনেছেন আলোচিত-সমালোচিত এই ব্যক্তি। গাড়ি কেনার পর তিনি নিজের নামে ফ্ল্যাট কেনার স্বপ্নও পূরণ করতে চান বলে জানিয়েছেন।
নতুন গাড়ি কিনে ফেসবুক লাইভে হিরো আলম বলেন, ‘আমার স্বপ্ন ছিল সৎ পথে একটা গাড়ি কিনব। আল্লাহ আজ আমার সেই স্বপ্নটা পূরণ করেছেন। এখন ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনতে পারলেই আমার সব স্বপ্ন পূরণ হবে।’
এর আগে হিরো আলম জানিয়েছিলেন, ফেসবুক ও ইউটিউব থেকে মাসে ৫০ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আয় করেন তিনি।
হিরো আলম ২০১৬ সালে ক্যাবল সংযোগের ব্যবসা চলাকালে শখের বশে সংগীত-ভিডিও নির্মাণ শুরু করেন। সামাজিক যোগাযোগের মাধ্যম বিশেষ করে ফেসবুকে এ নিয়ে ট্রল ও মিম তৈরি শুরু হলে দ্রুতই তিনি পরিচিত হয়ে ওঠেন।
বর্তমানে নিজের গাওয়া গান নিয়ে তাকে নিয়মিত হাজির হতে দেখা যায়। সম্প্রতি ‘আমি রূপ নগরের রাজা’ শিরোনামে তার একটি নতুন গান প্রকাশ পেয়েছে।