হবিগঞ্জে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২২, ৮:৩১:০৫
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদরে ঋণের টাকা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে ছেলের ছুরিকাঘাতে খুন হয়েছেন পিতা আজদু মিয়া (৫৫)। আজদু মিয়া ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে।
শনিবার রাতে উপজেলার রাজিউড়া ইউনিয়নের হুরগাঁও পশ্চিম হাটি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ছেলে মাসুম মিয়াকে (২০) গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় ও ঋণের টাকা নিয়ে আজদু মিয়ার সাথে শনিবার রাতে ছেলে মাসুম মিয়ার (২০) ঝগড়া হয়। একপর্যায়ে মাসুম ক্ষিপ্ত হয়ে পিতাকে ছুরিকাঘাত করেন।
এতে ঘটনাস্থলেই আজদু মিয়া মারা যান।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, ঘটনার খবর পেয়ে তিনিসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এসময় পুলিশ অভিযান চালিয়ে ঘাতক মাসুমকে গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।