লন্ডন টাওয়ার হ্যামলেটসের স্পিকার আহবাব হোসেনকে ওসমানী বিমানবন্দরে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২২, ২:৫৮:৫৭
স্টাফ রিপোর্টার : ব্রিটেনের লন্ডন টাওয়ার হ্যামলেটস বারা কাউন্সিলের স্পিকার ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আহবাব হোসেনকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
আজ সকালে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, দৈনিক সিলেটের ডাক’র ব্যবস্থাপনা সম্পাদক ও মহানগর আওয়ামী লীগ নেতা ওয়াহিদুর রহমান ওয়াহিদ, কালাম আহমেদ, কানাই দত্ত, পাটলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল হকসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।