লন্ডন টাওয়ার হ্যামলেটসের স্পিকার আহবাব হোসেন দেশে আসছেন শনিবার
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২২, ১০:৪৮:০৭
স্টাফ রিপোর্টার : ব্রিটেনের লন্ডন টাওয়ার হ্যামলেটস বারা কাউন্সিলের স্পিকার আহবাব হোসেন এক সংক্ষিপ্ত সফরে শনিবার দেশে আসছেন।
সকাল সাড়ে ৯ টার দিকে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন।
দেশে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীসহ উচ্চ পদস্থ কর্মকর্তা ও রাজনীতিবিদদের সাথে তাঁর সৌজন্য সাক্ষাত ও বিভিন্ন সভা-সেমিনারে অংশ নেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, দু’বারের নির্বাচিত স্পিকার আহবাব হোসেন সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার প্রভাকরপুর গ্রামের ও বর্তমানে সিলেট নগরীর আখালিয়া নোয়াপাড়ার বাসিন্দা মরহুম মদরিছ মিয়া ও শিরিয়া বেগমের পুত্র। চার ভাই ও দুই বোনের মধ্যে আহবাব হোসেন সবার বড়। ১৯৬৩ সালে জন্ম নেওয়া আহবাব হোসেন সিলেট নগরীর দি এইডেড হাইস্কুল থেকে এসএসসি পাস করে মদন মোহন কলেজে ভর্তি হন। তিনি সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৮ সালের ৩ মে অনুষ্ঠিত স্থানীয় কাউন্সিল নির্বাচনে লেবার পার্টি থেকে বেথনাল গ্রিন ওয়ার্ডে কাউন্সিল নির্বাচনে অংশ নেন তিনি। এ নির্বাচনে তিনি বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
১৯৯৬ সালে আহবাব হোসেন যুক্তরাজ্যে পাড়ি জমান। তিনি শুরু থেকেই বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনে বসবাস করছেন। পূর্ব লন্ডনে অনুষ্ঠিত সামাজিক, রাজনৈতিক এবং কমিউনিটির সব ধরনের কাজকর্মে আহবাব হোসেন ছিলেন অগ্রণী। পরে আহবাব হোসেন ব্রিটেনের মেইন স্ট্রিম দল লেবার পার্টিতে যোগদান করেন।