গতরাতে ৬ শতাধিক ইউক্রেনীয় নিহত, দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২২, ৯:১১:৩৮
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গতরাতে ইউক্রেনের সামরিক ঘাঁটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাশিয়ান হামলায় ৬০০-এর বেশি ইউক্রেনীয় নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ইউক্রেনে চালানো রাশিয়ার সামরিক অভিযান নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনের দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়।
টেলিগ্রামে এক পোস্টে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গতরাতে ইউক্রেনীয় বেশ কয়েকটি সামরিক ঘাঁটি এবং সামরিক সরঞ্জাম ডিপোতে রাশিয়া কামান হামলা চালিয়েছে। এর মধ্যে সেন্ট্রাল কিরোভোহরাদ অঞ্চলের কানাটোভো বিমান ঘাঁটির বিমান সরঞ্জাম এবং দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভের একটি গোলাবারুদের ডিপো রয়েছে।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক হামলা শুরু করে রাশিয়া। এই হামলাকে বিশেষ সামরিক অভিযান হিসেবে অভিহিত করে আসছে রাশিয়া। অভিযানের শুরুর প্রায় এক মাস কিয়েভের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে রাশিয়ান সেনারা। কিন্তু ইউক্রেনীয় সেনাদের প্রবল প্রতিরোধের মুখে পড়ে তারা। পরে রাশিয়া ঘোষণা দেয়, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসে তারা মনোযোগ দেবে। এরপর থেকে দনবাসে সামরিক তৎপরতা জোরদার করেছে রাশিয়ান সেনারা।