পোস্টারে মুজিব হয়ে এলেন শুভ, সেপ্টেম্বরে পাচ্ছে মুক্তি
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২২, ৮:৩৮:২৩
১৯৭১ সালের ৭ মার্চ বাঙালির জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন। এ দিনে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) লাখো মানুষের স্বতঃস্ফূর্ত সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির উদ্দেশে এক গুরুত্বপূর্ণ ভাষণ দেন। ইতিহাসখ্যাত ৭ মার্চের ভাষণ। বঙ্গবন্ধূর বায়েগ্রাফির দ্বিতীয় পোস্টারে ঐতিহাসিক এই ভাষণকেই প্রধান উপজিব্য করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিনেমাটির দ্বিতীয় পোস্টার আজ প্রকাশ হয় ঈদের দিন। পোস্টারটি প্রকাশ করে জানানো হলো বহুল প্রতীক্ষিত ছবিটির মুক্তির মাস।
নতুন এই নতুন পোস্টারে ‘বঙ্গবন্ধু’ রূপে প্রথমবার সামনে এসেছেন ঢালিউডের মাসলম্যান খ্যাত নায়ক আরিফিন শুভ। প্রথম দেখায় চেনার উপায় নেই শুভকে। অবিকল বঙ্গবন্ধূই যেনো শোভা পাচ্ছে পোস্টারে। হাত উচু বক্তব্য দিচ্ছেন অন্যবদ্য এক নেতা।
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মুজিব’র টিজার চলতি মাসে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে প্রকাশের কথা রয়েছে।
মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে সিনেমাটির পরিচালক শ্যাম বেনেগাল জানিয়েছেন, বর্তমানে সিনেমাটি দীর্ঘ ভিএফএক্স প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।
শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমাটির প্রাথমিক নাম শোনা গিয়েছিল ‘বঙ্গবন্ধু’। পরে আনুষ্ঠানিকভাবে এর বাংলা নাম জানানো হয়, ‘মুজিব: একটি জাতির রূপকার’। বাংলার পাশাপাশি ইংরেজি ভাষাতেও মুক্তি দেওয়া হবে সিনেমাটি; ইংরেজি নাম ‘মুজিব: দ্য মেকিং অব আ ন্যাশন’।
২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিতে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার শুটিং শুরু হয়। ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশ অংশের শুটিং সম্পন্ন হয়।
এতে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরুণ বয়সের চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। অন্যান্য অভিনেতাদের মধ্যে রয়েছেন তৌকির আহমেদ (হোসেন শহীদ সোহরাওয়ার্দী), রাইসুল ইসলাম আসাদ (মওলানা ভাসানী), সাবিলা নূর (শেখ রেহানা), সিয়াম আহমেদ (শামসুল হক), খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), চঞ্চল চৌধুরী (তরুণ লুৎফর রহমান), দিলারা জামান (সায়েরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রিয়াজ আহমেদ (তাজউদ্দিন আহমেদ), তুষার খান (মানিক মিয়া), সমু চৌধুরী (কামারুজ্জামান) ও খলিলুর রহমান কাদেরিসহ (এম মনসুর আলী) অন্যরা।