মাধবপুরে ভোজ্যতেল মজুত করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২২, ১১:৩৯:২৭
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর পৌর বাজার এলাকায় অভিযান চালিয়ে ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি করার দায়ে দুই ব্যবসায়ীকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন।
রোববার দুপুরে পৌর শহরে ভোজ্যতেলের সংকট চলছে- ভোক্তাদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে কৃত্রিম সংকট তৈরির দায়ে ব্যবসায়ী অজিত কুমার পালকে এক লাখ এবং অন্য এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মজুতকৃত তেল অন্য দোকানিদের ভোক্তাদের কাছে বাজার মূল্যে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম জানান, দোকানিরা তেল মজুত করে কৃক্রিম সংকট তৈরি করছে এমন অভিযোগের ভিত্তিতে মেসার্স অজিত কুমার পালের দোকানে গিয়ে দেখেন বোতলজাত করা কোনো তেল নেই। পরে তার গুদামে গিয়ে প্রচুর পরিমাণ তেল পাওয়া যায়। তেল লুকিয়ে কৃত্রিম সংকট তৈরি করার অপরাধে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আরও একটি দোকানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর থানার এসআই হুমায়ূন কবিরের নেতৃত্বে একদল পুলিশ, আনসার বাহিনীর সদস্য ও স্থানীয় কাউন্সিলর।