শায়েস্তাগঞ্জে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে মৃত্যু বেড়ে ৩
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২২, ৪:১৮:৪৪
হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, খোকন মিয়া (২৪), রহিম মিয়া (১৫) ও জলফু মিয়া (৪৫)।
পুলিশ জানায়, আহত রহিম মিয়াকে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হতে থাকলে মুমূর্ষু অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সিলেট নেয়ার পথে তার মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।