নায়িকা মাহি বিক্রি করছেন ইফতার, মেন্যুতে খাসির পায়া
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২২, ২:০৩:১৯
অভিনয়ের পাশাপাশি রেস্তোরাঁ ব্যবসা শুরু করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। নাম ফারিশতা। গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে তিনটি ফ্লোর নিয়ে এই রেস্টুরেন্ট যাত্রা করবে। এখানে দেশি ও বিদেশি নানা ধরনের খাবার থাকবে। রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও থাকবে বলে সমকালকে জানিয়েছেন মাহি।
রেস্তোরাঁ চালুর আগেই প্রচারণা চালাতে রমজান জুড়ে ইফতারের পসরা সাজিয়ে বসেছে ফারিশতা টিম। তাই ফারিশতার প্রচারণার অংশ হিসেবে রোববার মাহি ফেসবুকে ঘোষণা দিয়েছিলেন ইফতারের আয়োজনে মাহি নিজ হাতে খাসির পায়া বিক্রি করবেন।
ঘোষণামতে সোমবার গাজীপুর ফারিশতার ইফতার বাজারে হাজির হন ঢাকাই ছবির এই নায়িকা। নিজে উপস্থিত হয়ে বিক্রি করেন ইফতার ও খাশির পায়া। নিজ হাতে খাশির পায়া ক্রেতার হাতে তোলে দেওয়ার সে ছবি ফেসবুকে পোস্ট্ও করেন। ক্যাপশনে লিখেন, ‘আজ আমাদের ফারিশতা ইফতারের দ্বিতীয় দিন এবং কথামত আমি নিজ হাতে খাসির পায়াটা বিক্রী করেছি ‘
রেস্তোরাঁ নিয়ে মাহি বললেন, ‘আমরা এক্সপার্ট শেফ নিয়োগ দিয়েছি। খাবারের মানের ব্যাপারে বিন্দুমাত্র আপস করছি না। রোজার শুরুতেই হরেক রকমের ইফতার বিক্রি শুরুর মধ্য দিয়ে এই রেস্টুরেন্টের যাত্রা শুরু করেছি।’ রেস্টুরেন্টের নাম ফারিশতা দেওয়ার পেছনে একটি কারণও আছে বলে জানালেন মাহি। তিনি জানান, ‘এটি আমার ভীষণ পছন্দের একটি নাম। যদি কখনো মেয়ের মা হই, তাহলে তার নাম রাখব ফারিশতা।’