গুগল ডুডলে বাংলাদেশের পতাকা
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২২, ১:১৪:৫২
বাংলাদেশের স্বাধীনতা দিবস আজ। ঐতিহাসিক দিনটিতে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল তাদের হোমপেজে বিশেষ ডুডল দিয়েছে।গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার পর থেকেই গুগল এর ডুডলে বাংলাদেশের জাতীয় পতাকা দেখানো হচ্ছে।
ছবিতে গুগলের নামের উপরে বাংলাদেশের লাল-সবুজ পতাকা রয়েছে। এমনকি গুগল লেখা অক্ষরের চারপাশেও সবুজ রঙ রয়েছে। পুরোটাই সাজানো হয়েছে বাংলাদেশের লাল-সবুজ পতাকার রঙে।
আজ দিনব্যাপী গুগলে ঢুকলেই চোখে পড়বে বাংলাদেশের পতাকা সম্বলিত দৃষ্টিনন্দিত ডুডলটি। ডুডলটিতে ট্যাপ করলে দেখা যাচ্ছে- ‘Bangladesh independence day 2022’। আর এতে ক্লিক করলে বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং সম্পর্কিত ওয়েবসাইটগুলো দেখাচ্ছে গুগল।
অবশ্য বিশেষ কোনো দিন, বিশেষ কোনো ব্যক্তি কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, তাকেই বলা হয় ডুডল।
বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ডুডল প্রকাশ করে গুগল। সেই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে দৃষ্টিনন্দন ডুডল প্রকাশ করল গুগল।