শ্রীমঙ্গলে আরটিআই ক্যাম্পেইন উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২২, ১১:১২:৪৪
শ্রীমঙ্গল প্রতিনিধি : ‘তথ্য প্রদানের সংস্কৃতি, রুখবে দুর্নীতি’ এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্বোধন হয়েছে সপ্তাহব্যাপী তথ্য অধিকার আইন ২০০৯ (আরটিআই ক্যাম্পেইন) বিষয়ক সচেতনামুলক প্রচারণা।
বুধবার সকাল ১১ উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। সচেতন নাগরিক কমিটি সনাক, টিআইবি শ্রীমঙ্গল এর সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্যে সভাপতিত্বে ও টিআইবি শ্রীমঙ্গল এর এরিয়া কোঅর্ডিনেটর পারভেজ কৈরী’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য ইয়েস আহবায়ক জিডিশন প্রধান সুচিয়াং।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং সচেতন নাগরিক কমিটি সনাক, টিআইবি শ্রীমঙ্গলের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের ৩৪ টি প্রতিষ্ঠানের ওয়েব পোর্টাল স্টাডি প্রতিবেদন উপস্থাপন করা হয়। আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম উপজেলা পরিষদ মাঠে তথ্য অধিকার আইন ২০০৯ এর ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেস্ক-১ এর ফিতা কেটে এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।