নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২২, ১১:০৯:১৯
নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় টিউবওয়েল স্থাপনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামে এঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিক- সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার শ্রীহাই গ্রামের আনুর মিয়ার পুত্র হাসিবুল মিয়া (১৭), একই উপজেলার সেন-নগর গ্রামের জিয়াজ আলীর পুত্র জুটন মিয়া (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামের আব্দুল জলিলের বাড়িতে টিউবওয়েল স্থাপনের কাজ করছিলেন হাসিবুল মিয়া, জুটন মিয়াসহ কয়েকজন শ্রমিক।
বৃহস্পতিবার বিকেলে টিউবওয়েলের লোহার পাইপ বসানোর সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে শরীর জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন হাসিবুল মিয়া ও জুটন মিয়া। এ সময় লোকজন তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খবর নবীগঞ্জ থানার এস আই আমীর হামজার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জন নিহত হওয়ার খবর আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন।