সিলেট জেলা বিএনপির কাউন্সিল, তিন পদে প্রার্থী ১৩ জন
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২২, ১০:৫৮:৫৪
সিলেট জেলা বিএনপির কাউন্সিল আগামী সোমবার। কাউন্সিলের নির্বাচনের মাধ্যমে এদিন দলের নতুন নেতৃত্ব নির্বাচিত হবেন। আজ বৃস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তিনটি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি পদে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ তিন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
এ ছাড়াও সাধারণ সম্পাদক পদে ছয়জন এবং সাংগঠনিক সম্পাদক পদে চারজন মনোনয়ন জমা দেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির কাউন্সিলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আব্দুল গাফফার। তিনি বলেন, ‘কাউন্সিলে প্রথমে পাঁচটি পদে নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা কারণে প্রথম সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে সরাসরি নির্বাচন হচ্ছে না। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এ তিন পদে ১৩ জন মনোনয়ন জমা দিয়েছেন। ‘
দলের নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, সভাপতি পদে মেয়র আরিফুল হক ছাড়াও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সাধারণ সম্পাদক পদে সাবেক জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, মো. আব্দুল মান্নান, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, আ ফ ম কামাল ও কামরুল হাসান চৌধুরী শাহীন।
সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মো. লোকমান আহমদ, এম মুজিবুর রহমান মুজিব, শাকিল মোর্শেদ ও মো. শামীম আহমদ।
প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এ. টি. এম ফয়েজ উদ্দিন, মইনুল হক চৌধুরী, শাহ নুরুল হুদা ও সামিয়া চৌধুরী।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট এ টি এম ফয়েজ জানান, আগামী ২১ মার্চ সিলেটের আলিয়া মাদরাসা মাঠে জেলা বিএনপি কাউন্সিল ও সম্মেলন হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, ‘সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হবে। বাকি পদগুলো পরে কেন্দ্র থেকে আলোচনার মাধ্যমে ঠিক করে দেওয়া হবে। ‘
প্রসঙ্গত, ২০১৯ সালের ২ অক্টোবর সিলেট জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কামরুল জায়গীরদারকে আহ্বায়ক করে তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। তবে তিন মাসের জায়গায় আড়াই বছর পর কমিটির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।